‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন’
৪ জুন ২০২১ ০০:১৫ | আপডেট: ৪ জুন ২০২১ ০০:১৬
ঢাকা: বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান সংক্রান্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, সমস্ত লাইন আন্ডারলাইন করতে হবে। ডিজিটালাইজড করার উদ্যোগগুলো অবশ্যই দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (৩ জুন) অনলাইনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সঙ্গে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স’র (এসডিই) ডেসকোর প্রধান কার্যালয় স্থাপনের চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইজ অব ডুয়িং বিজনেস-এ এগিয়ে যেতে হলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। মানব সম্পদ সূচকে ভালো করতে হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ কেন্দ্র, উপ-কেন্দ্র ও অন্যান্য স্থাপনার রক্ষণাবেক্ষণে আরও নজর দিতে হবে। পূর্বাচল, উত্তরা, গুলশান ও বানানীতে বিদ্যুৎ ব্যবস্থাপনা ভূগর্ভস্থ করার উদ্যোগ দ্রুত নেওয়া আবশ্যক।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার শেখ ফয়েজুল আমিন ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমির আলী সংযুক্ত থেকে বক্তব্য দেন।
সারাবাংলা/জেআর/এসএসএ