Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২৩:৫৬ | আপডেট: ৪ জুন ২০২১ ০৭:৫১

ঢাকা: নতুন ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ই-কমার্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পাঁচ হাজার নতুন উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার নতুন উদ্যেক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোট পাঁচ হাজার নতুন উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, ই-কমার্স বিষয়ে নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে ই-কমার্স বিষয়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অর্থমন্ত্রী আরও বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্পের আওতায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের কাট ফ্লাওয়ার, এগ্রো প্রোসেসিং ও আইসিটি দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাজেট প্রস্তাবে করনেট সম্প্রসারণে ই-কমার্স বিষয়ে প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করারও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সারাবাংলা/জেআর/এসএসএ

২০২১-২২ অর্থবছরের বাজেট ই-কমার্স টপ নিউজ বাজেট ২০২১-২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর