Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে বাজেট বাস্তবায়িত হয়েছে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২২:৩০ | আপডেট: ৩ জুন ২০২১ ২৩:০৭

ফাইল ছবি

ঢাকা: সব সমালোচনাকে মিথ্য প্রমাণ করে আওয়ামী লীগ সরকার বাজেট বাস্তবায়নে সফল হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, প্রতিবারই সব সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব বাজেট বাস্তবায়নের হারই ৯৫ শতাংশের বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) রাজধানীতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই সময়ে সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া।

স্বাধীনতার ৫০ বছর পর আজ বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানে বাংলাদেশের চেয়ে ৭০ শতাংশ বেশি ধনী ছিল। আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫ শতাংশ বেশি ধনী। আর বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।

ফাইল ছবি

সারাবাংলা/জেআর/টিআর

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর