বিদেশি মদের দাম বাড়ছে
৩ জুন ২০২১ ২০:৪২ | আপডেট: ৩ জুন ২০২১ ২৩:৩০
ঢাকা: বাজারে বিদেশি মদের দাম বাড়তে পারে। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমদানিকৃত মদের অগ্রিম কর বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে বিদেশি মদের অগ্রিম কর বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। বর্তমানে বিদেশে মদ আমদানিতে অন্যান্য শুল্কের সঙ্গে ৫ শতাংশ অগ্রিম কর নেওয়া হয়। ফলে বাজেট পাশ হলে বিদেশি মদের দাম বাড়বে।
এ ছাড়াও প্রস্তাবিত বাজেটে নন-অ্যালকোহলিক বিয়ার, মল্ট থেকে প্রস্তুত বিয়ার, তাজা আঙুরের ও এবং ফর্টিফাইড জাতীয় মদ্য পণ্যের ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। এতে করেও আমদানি করা মদের দাম বাড়তে পারে।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে বৃহস্পতিবার (৩ জুন) বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫০তম ও আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট।
প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
সারাবাংলা/ইএইচটি/একে