Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোরাই ফোন বেচতে অনলাইনে বিজ্ঞাপন, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২০:০৮

চট্টগ্রাম ব্যুরো: নগরীতে ১০টি চোরাই মোবাইল ফোনসেটসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দু’জন চুরি-ছিনতাই করা মোবাইল সেট কিনে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করে।

বুধবার (২ মে) দিবাগত রাতে নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার দু’জন হলেন- ইমন মিয়া (২২) এবং মো. খালেদ (২৪)।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজউদ্দৌলা রোডের বালি আর্কেড শপিং মলের সামনে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০টি মোবাইল সেট ও নগদ ২২ হাজার টাকা পাওয়া যায়।

‘একইসঙ্গে ১০টি মেবাইল সেট হেফাজতে রাখার বিষয়ে প্রথমে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে জানায়, তারা চোরাই মোবাইল ফোনের ব্যবসা করে। চুরি-ছিনতাই করা মোবাইল ফোন কিনে সেগুলো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে। জব্দ ১০টি মোবাইল ফোনসেটও চোরাই।’

ওসি আলমগীর আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- খালেদের সঙ্গে চোর-ছিনতাইকারীদের সম্পর্ক আছে। তাদের কাছ থেকে স্বল্প দামে মোবাইল ফোন সংগ্রহ করেন। আর ইমন বিভিন্ন অনলাইন পেজে সেগুলো বিক্রির বিজ্ঞাপন দেন।

তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/একেএম

গ্রেফতার চোরাই মোবাইল ফোন অনলাইনে বিক্রি