মাথাপিছু আয় ২২২৭ ডলার, গড় আয়ু ৭২.৬ বছর
৩ জুন ২০২১ ১৮:৪৫ | আপডেট: ৩ জুন ২০২১ ২০:৫৪
ঢাকা: বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িযেছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু গড় আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। এছাড়াও বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ু এখন ৭২ দশমিক ৬ বছর। ২০০৫-০৬ অর্থবছরের মাথাপিছু গড় আয়ু ছিল ৫৯ বছর।
বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বদলে যাওয়া এক দেশ। বাংলাদেশের ইতিহাসে আমরা একটি স্বর্ণালী যুগ অতিক্রম করলাম, যা সারাবিশ্বে সমাদৃত। বঙ্গবন্ধুর পরে অর্থনীতি ও উন্নয়ন, সমাজনীতি, সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পররাষ্ট্রনীতিসহ সবক্ষেত্রে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছেন। গত ১২ বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ, যা ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ৭ শতাংশের বেশি এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশ অতিক্রম করে। এছাড়া মূল্যস্ফীতি ছিল সহনীয় পর্যায়ে।’
তিনি আরও বলেন, ‘২০০৫-০৬ অর্থবছরে আমাদের মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ওই সময়ে দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ, বর্তমানে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ।’
২০০৫-০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল মাত্র শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ এক মিলিয়ন ডলারের কম। যা বর্তমানে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বলে জানান অর্থমন্ত্রী। আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘মানুষের গড় আয়ু ২০০৫-০৬ অর্থবছরের ৫৯ বছর থেকে বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ সালে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৬ বছরে।’
সারাবাংলা/জিএস/পিটিএম