Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধ্যমিকে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৭:৪৮

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত দলিলে এই তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন।

বক্তৃতায় মাধ্যমিক শিক্ষায় বরাদ্দের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে তার পরিমাণ গত অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩৬৮ কোটি টাকা বেশি। করোনা মহামারির কারণে মাধ্যমিক শিক্ষায় যে বাড়তি ব্যায়ের খাতগুলো তৈরি হয়েছে এই অর্থ সেখানে খরচ করা হবে।

এদিকে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।

সারাবাংলা/টিএস/পিটিএম

২০২১-২২ অর্থবছরের বাজেট বরাদ্দের প্রস্তাব বাজেট ২০২১-২২ মাধ্যমিক শিক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর