Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতেও সশরীরে পরীক্ষা, বন্ধ থাকবে হল

রাবি করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৬:১১

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ জুন থেকে সশরীরে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা নয় একইসঙ্গে ২০২০ সালের যে কোনো একটি বর্ষের পরীক্ষা চার জুলাই থেকে শুরু করতে পারবে প্রত্যেক ডিপার্টমেন্ট। তবে, হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এক্ষেত্রে, বিভাগীয় একাডেমিক কমিটি অগ্রাধিকার ভিতিত্তে কোন বর্ষের পরীক্ষা নেওয়া হবে তা নির্ধারন করবেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বেলা ১১ টা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয় জানিয়ে অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে উপাচার্য থাকায় শিক্ষা পরিষদের সভা এখন আয়োজন করা সম্ভব হচ্ছে না। সে কারণে পরবর্তী শিক্ষা পরিষদের সভায় বিষয়টি রিপোর্ট করা হবে।

সারাবাংলা/একেএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সশরীরে পরীক্ষা হল বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর