ফার্মেসিতে পেমেন্ট বিকাশ করলেই ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
৩ জুন ২০২১ ১৩:৫০ | আপডেট: ৩ জুন ২০২১ ১৯:২৪
ঢাকা: দেশজুড়ে ২০০ ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাবেন ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক মাসে ৫০ টাকা করে দুইমাসে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
১ জুন চালু হওয়া অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২৫ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ দুটি লেনদেন করতে পারবেন প্রতি মাসে। অফারটি পাওয়া যাবে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করে।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করে অথবা অ্যাপের হোম স্ক্রিনের মেক পেমেন্ট আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমান ও বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করা যাবে।
৫% ক্যাশব্যাক অফারের বিস্তারিত এবং এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ফার্মেসিগুলোর নাম-ঠিকানা জানা যাবে https://www.bkash.com/bn/offers_pharmacy ওয়েবসাইটে।
সারাবাংলা/একেএম