রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৩ জুন ২০২১ ০৯:৫৫
ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম পাটোয়ারি (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মিষ্টির ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (৩জুন) সকাল সাড়ে ৬টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিসের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে আহসান হাবিব জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিন ভাই বোন, বাবা,মাকে নিয়ে মধ্যবাড্ডা হাজী বাড়ী মোড় এলাকায় বসবাস করেন।
আহসান হাবিব জানান, তার বাবা আব্দুল হালিম এলাকাতে মিষ্টির ব্যবসা করতেন। ভোর ৬টার দিকে বাসা থেকে বের হয়ে টঙ্গিতে যাচ্ছিলেন মিষ্টি আনতে। কিছুক্ষণ পর তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পাই যে পোস্ট অফিসের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা। সেখানে গিয়ে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসএ