প্রয়াত সংসদ সদস্যদের প্রতি জি এম কাদেরের শ্রদ্ধা জ্ঞাপণ
৩ জুন ২০২১ ০১:১৪ | আপডেট: ৩ জুন ২০২১ ০১:৪৯
ঢাকা: বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনা অনেককেই কেড়ে নিয়েছে। এখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এই ঢেউ মোকাবিলা করতে হবে। সতর্ক থাকতে হবে।
বুধবার (২ জুন) সংসদের অধিবেশনে যোগ দিয়ে প্রয়াত সংসদ সদস্যসহ সকলের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু দেশ ও জাতির জন্য যে অবদান রেখেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে, বঙ্গবন্ধুর খুনীদের ইনডেমনিটি বিলসহ কয়েকটি কালোআইন বাতিলের জন্য যে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন তা সর্বজন স্বীকৃত। তিনি ছিলেন জাতির জনকের একজন আদর্শবান সৈনিক।
জি এম কাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অন্যদিকে, সংসদে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে যখন যুদ্ধ চলছে তখন আবদুল মতিন খসরুর মতো দায়িত্বশীল নেতারা বিদায় নিচ্ছেন। বিদায় নিয়েছেন আসলামুল হকসহ আরও অনেকেই। নিজেদের কাজের মধ্য দিয়ে তারা অনন্তকাল বেঁচে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সারাবাংলা/এএইচএইচ/একেএম