Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগ‌ঞ্জে নাশকতা: পিবিআই হেফাজতে মামুনুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ২২:৫৪

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন নারায়ণগঞ্জ মহাসড়কে নাশকতার মামলায় গ্রেফতার সংগঠনটির সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হককে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই’র নারায়ণগঞ্জ কার্যালয়ে বুধবার (২ জুন) দুপুর ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে সদর উপজেলা সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের তৎকালীন কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ হেড কোয়ার্টার্স থেকে মামলা তদন্তের ভার পায় পিবিআই, নারায়ণগঞ্জ।

এসপি মনিরুল জানান, তদন্তের প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার থেকে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পিবিআইয়ের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নাশকতার সময় তার ভূমিকা কী ছিল, কোনো অজানা গুরুত্বপূর্ণ তথ্যসূত্র পাওয়া যায় কী না — জিজ্ঞাসাবাদে এসব বিষয় প্রাধান্য পাবে বলে জানান ওই পিবিআই কর্মকর্তা।

এছাড়াও, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নথিভুক্ত করে যথাসময়ে আদালতে পেশ করার বিষয়টি ওই কর্মকর্তার বক্তব্যে উঠে আসে।

এর আগে, নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় আদালতের আদেশে তিন দিন করে ১৫দিনের রিমান্ডে নিয়ে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

নারায়ণগঞ্জে নাশকতা পিবিআই মামুনুল হক

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর