Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ২২:৩৭

ঢাকা: জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (২ জুন) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদের ঢাকা-১৪ সিলেট-৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আগামী ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ জুন বিকেল মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ আহ্বান মনোনয়ন ফরম সংগ্রহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর