এক মাসের মধ্যে এনআইডি ইস্যু করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
২ জুন ২০২১ ২২:০৬ | আপডেট: ২ জুন ২০২১ ২২:১০
ঢাকা: এক মাসের মধ্যে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ইস্যুর পরিকল্পনা করছে সরকার। বুধবার (২ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, দিনে ৫শ’ এনআইডি করার সীমা তুলে দিয়ে ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ অনেক আবেদন জমা হয়ে রয়েছে। সর্বোচ্চ এক মাসের মধ্যে এনআইডি করে দিতে হবে।
কোনো কারণে এনআইডি দেওয়া সম্ভব না হলে কী কারণে দেওয়া যাচ্ছে না তা এক মাসের মধ্যে লিখিতভাবে জানিয়ে দিতে হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন খুব দ্রুত কাজ করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। পেইন্ডিং কাজগুলো দুই মাসের মধ্যে শেষ করতে হবে। আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আমরা জবাবদিহিতামূলক কার্যক্রম চালু করতে চাই।
তিনি আরও বলেন, কোনো দেশে এনআইডির কাজ নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা তৈরি ও ভোটের কাজ পরিচালনা করা।
সারাবাংলা/জেআর/এসএসএ