Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এলএসডি, আইস মাদকের সঙ্গে জড়িত ১৫ গ্রুপ শনাক্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ২১:৫৭ | আপডেট: ২ জুন ২০২১ ২২:১২

ঢাকা: এলএসডি, আইস মাদকের সঙ্গে জড়িত ১৫টি গ্রুপকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এই গ্রুপগুলোর মধ্যে দুটিকে আইনের আওতায় আনা হয়েছে, বাকিগুলোকেও আনা হবে।

বুধবার (২ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আ ক ম মোজাম্মেল হক ।

বিজ্ঞাপন

বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দেশের মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রগুলোতে নজর দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই সকল কেন্দ্রে মোটিভেশনের চেয়ে বেশি অত্যাচার হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দেখবে কতগুলো নিরাময়কেন্দ্র আছে, সেখানে কতজন চিকিৎসক আছেন, কিভাবে চিকিৎসা দেওয়া হয়। সেসব বিস্তারিত জানাতে পুলিশকে বলা হয়েছে।

বুধবারের বৈঠকে চামড়া পাচার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। ট্যানারিগুলো এখনো স্থানান্তর হয়নি। এবার শুরুতেই চামড়ার দাম ঠিক করে দিতে শিল্পমন্ত্রীকে বলা হয়েছে। পাশাপাশি ট্যানারিগুলো যেন সাভারে স্থানান্তর হয় সেজন্য ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

আ ক ম মোজাম্মেল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর