বৃহস্পতিবার বাজেট পেশ একটি রেওয়াজ
২ জুন ২০২১ ১৯:৩২ | আপডেট: ৩ জুন ২০২১ ১১:৫২
ঢাকা: বরাবরের মতো এবারও বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫১তম জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। স্বাধীনতার পর থেকে দেশের সব বাজেটই বৃহস্পতিবার সংসদে পেশ করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাজেট বক্তৃতা দেবেন।
কেন সব বাজেটই বৃহস্পতিবার পেশ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবং জাতীয় সংসদে দুইবার বাজেট উপস্থাপনকারী ড. এ বি মির্জ্জ্বা আজিজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বাজেট দেওয়ার আগে যারা বাজেট তৈরি করেন তাদের অনেক পরিশ্রম করতে হয়। ফলে বৃহস্পতিবার বাজেট দিয়ে দুয়েকদিন ছুটি পাওয়া যায়। আবার ছুটির দুইদিনে বাজেটটা বিশ্লেষণ করারও সময় পাওয়া যায়।’
তিনি বলেন, ‘প্রথম থেকেই বাজেটটি বৃহস্পতিবার দেওয়ার একটা রেওয়াজ চলে আসছে। আমরা ঐতিহ্যগতভাবে ওই রেওয়াজটা অনুসরণ করে আসছি। ফলে আমি নিজেও দুটি বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছি। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা একটা রীতি হয়ে গেছে। এটি একটি ঐতিহ্য, তাই কেউ সেটা ভাঙতে চায় না।’
তিনি আরও বলেন, ‘বাজেট বাস্তবায়ন হলো সবচেয়ে বড় সমস্যা। গত ১০ বছরে বাজেটের আকার বাড়লেও বাস্তবায়নের হার বাড়ছে না। সুতরাং বাজেট বাস্তবায়নের দিকে আমাদের নজর দিতে হবে।’
উল্লেখ্য, করোনাভাইরাস সংকট পরবর্তী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে আসছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট। ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটা স্বাধীন বাংলাদেশের ৫১তম এবং বর্তমান সরকারের টানা ১৩তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আসন্ন বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি।
সারাবাংলা/জিএস/পিটিএম