স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন শুরু
২ জুন ২০২১ ১৭:৪৩ | আপডেট: ২ জুন ২০২১ ১৯:৩২
ঢাকা: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে সংসদের একাদশ সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন। বুধবার (২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সংসদের রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা চলছে। আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং শোক প্রস্তাব গৃহীত হবে।
এর পর সংসদেন রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে। তবে দিনের অন্যান্য কর্মসূচি স্থগিত টেবিলে উত্থাপিত হতে পারে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। এই অধিবেশন ১২ কার্যদিবস চলবে। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্থাফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তারিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।
এবারের অধিবেশনে দুই ডোজ করোনা ভ্যাকসিন যারা নিয়েছেন তাদেরও করোনা নমুনা পরীক্ষা বাধ্যতামুলক করা হয়েছে। জাতীয় সংসদের হুইপের দফতর থেকে সংসদ সদস্যরা কে কোন দিন যোগদান করবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। বয়স্ক ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম