Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে নির্যাতন: নারী পাচার চক্রের ৪ সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৭:০৪ | আপডেট: ২ জুন ২০২১ ১৭:০৫

ঢাকা: বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফিসহ চারজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াছমিন আরা এ আদেশ দেন।

রিমান্ড যাওয়া অন্য আসামিরা হলেন আব্দুর রহমান শেখ, ইসমাইল সরদার ও মোছা. সাহিদা বেগম।

এর আগে, রাজধানীর হাতিরঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত ককর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করেন। এরপর একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামির দশ দিন করে রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্টপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি ও তার সহযোগী সাহিদাসহ পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

এর আগে, ভারতে এক তরুণীকে বিবস্ত্র করে পৈশাচিক শারীরিক ও যৌন নির্যাতনের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি সাইবার মনিটরিং টিমের নজরে এলে পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে নির্যাতক হিসেবে রিফাতুল ইসলাম ওরফে ‘টিকটক হৃদয় বাবু’কে শনাক্ত করে পুলিশ। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, চার মাস আগে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তাকে।

পরে পুলিশ কৌশলে হৃদয়ের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে করে জানতে পারে, তিনি মাস তিনেক আগে ভারতে গেছেন।

বিজ্ঞাপন

ওই তরুণীকে নির্যাতন করার সময় তার সঙ্গে ছিলেন তারই কয়েকজন বন্ধু-বান্ধব।

নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ। ঢাকায় হাতিরঝিল এলাকায় বাসা। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মানব পাচার আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ তরুণীকে নির্যাতন নারী পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর