নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ
২ জুন ২০২১ ১৬:২২ | আপডেট: ২ জুন ২০২১ ১৬:৩৭
ঢাকা: ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু মামলা দায়ের করেন। এরপর আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তভার দেন। আদালত আগামী ৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে। নোবেলের এমন স্ট্যাটাস ইথুন বাবুর ভক্তশ্রোতা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাকে অবগত করেন।
পরে গত ২ মে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেন। এরপর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইথুন বাবু। মামলাটির অভিযোগের সঙ্গে নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
সারাবাংলা/এআই/একে