৩ সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই
২ জুন ২০২১ ১৫:৩৯ | আপডেট: ২ জুন ২০২১ ১৭:০৪
ঢাকা: সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে আগামী ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৫ জুন, বাছাই ১৭ জুন, প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ জুন। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনে গত ১১ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল। করোনার কারণে স্থগিত এই সংসদীয় আসনে আগামী ২১ জুন ভোট অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে।
সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচন করতে না পারলে আরও ৯০ দিন সময় পেছাতে পারে ইসি। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সবধরনের নির্বাচন স্থগিত করে কমিশন। এছাড়া এই সময় অনেক নির্বাচনের মেয়াদ শেষ হলেও শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩ আসনের ভোটের ব্যাপারে সিইসির বিশেষ ক্ষমতাবলে এসব নির্বাচনের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম