Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুরে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৫:৩০

ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি বাসায় আকলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে। সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।

বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আকলিমার দেবর মো. উজ্জ্বল জানান, দক্ষিণ কমলাপুর ৮৪/৩ নম্বর নিজেদের ৬তলা বাড়ি তাদের। তার ভাই নাজমুল হাসান জাইনী স্ত্রী আকলিমা ও দুই মেয়েকে নিয়ে ওই বাসাতে থাকতো। আকলিমার বাবার বাড়ি মুগদার মান্ডায়। নাজমুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে।

উজ্জ্বল আরো জানায়, ভোর ৫টা পর্যন্ত তারা স্বামী-স্ত্রী রুমে কথাবার্তা বলে। এক পর্যায়ে নাজমুল ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম থেকে জেগে আকলিমাকে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নাজমুল তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, এক নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি। আমরা মৃত নারীর পরিবারের লোকদের সঙ্গে কথা বলছি। তাদের দাবি, বাসার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত আকলিমার পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি। আকলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আত্মহত্যা নারী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর