চীনে এবার মানবদেহে বিরল বার্ড ফ্লু’র সংক্রমণ শনাক্ত
২ জুন ২০২১ ১৪:৪১
চীনে এক ধরনের বিরল বার্ড ফ্লু জাতীয় ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই বার্ড ফ্লুর নাম এইচ১০এন৩ (H10N3)। ৪১ বছর বয়স্ক আক্রান্ত ওই ব্যক্তি দেশটির জিয়াংসু প্রদেশের বাসিন্দা। এই বার্ড ফ্লুটি মানবদেহে সংক্রমিত হওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম। খবর বিবিসি।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) মঙ্গলবার (১ জুন) জানায়, গত ২৮ এপ্রিল প্রদেশটির ঝিনজিয়াং শহরের ওই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ঠিক এক মাস পরে তার শরীরে এইচ১০এন৩ ভাইরাসটি ধরা পড়ে।
কিন্তু কিভাবে ওই ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে এই বার্ড ফ্লু সহজে মানুষের মধ্যে ছড়াতে পারে না বলে ধারণা করা হচ্ছে।
অনেক ধরনের বার্ড ফ্লু জাতীয় ভাইরাস রয়েছে। এর আগে কখনো শোনা যায়নি যে, হাঁস-মুরগির সঙ্গে কাজ করা কোনো ব্যক্তি এই ধরনের ফ্লু’তে সংক্রমিত হয়েছেন। তবে ভাইরাসটি সংক্রমিত হওয়ার আর কোনো ঘটনায় পাওয়া যায়নি।
গ্লোবাল টাইমস’কে এনএইচসি জানায়, বিশ্বে কোথাও এইচ১০এন৩ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হাঁস-মুরগি থেকে মানবদেহে বা অন্য কোনো প্রাণীরদেহে সংক্রমিত হওয়ার এই ঘটনাটি বিরল। এমনকি বৃহৎ আকারে তা ছড়িয়ে পড়ার শঙ্কাও খুব কম।
সংস্থাটি আরও জানিয়েছে, এইচ১০এন৩ খুবই দুর্বল ভাইরাস। যা হাঁস-মুরগির মারাত্মক রোগ সৃষ্টি করে না এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনাও নেই।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এখন পর্যন্ত এই বার্ড ফ্লু মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার মতো কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে এই ধরনের ঘটনা হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
সারাবাংলা/এনএস