Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুফান সরকারের জামিন আবেদন আপিলেও খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১২:১০

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণের পর মা ও মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছেন তুফান সরকার।

বুধবার (২ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ তুফান সরকারের পক্ষে ছিলেন আইনজীবী শরীফ উদ্দিন চাকলাদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

বিজ্ঞাপন

এর আগে একই মামলায় জামিন প্রশ্নে রুল জারি থাকা অবস্থায় ফের জামিন আবেদন করায় গত ১ মার্চ হাইকোর্ট আদেশ দেন, তুফান সরকার ছয় মাস কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না। একইসঙ্গে এই মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে তুফান সরকার। যা আজ (২ জুন) খারিজ হয়ে যায়।

তুফান সরকারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। মামলায় বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার। যা তার আয়কর রিটার্নে দেখিয়েছেন। বাস্তবে আসামি তুফান সরকারের আয়ের কোনো বৈধ উৎস ছিল না।

আরও পড়ুন: ৬ মাস জামিন চাইতে পারবে না বগুড়ার তুফান সরকার

২০২০ বছরের ৯ সেপ্টেম্বর তুফান সরকারের জামিন আবেদনের শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় ফের গত ৯ মার্চ জামিন আবেদন করেন তিনি। বিষয়টি আদালতের নজরে এলে তুফান সরকার ছয় মাস কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে আদেশ দেয় হাইকোর্ট।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভালো কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে ২০১৭ সালের ১৭ জুলাই এক কলেজ ছাত্রীকে একটি বাসায় নিয়ে যান সে সময়ের বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক (বর্তমানে বহিষ্কার) তুফান সরকার। পরে সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হলে ওই মেয়ে এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনায় মেয়েটির মা ২০১৭ সালের ২৯ জুলাই বগুড়া সদর থানায় দুটি মামলা করেন। ওইদিনই পুলিশ তুফান সরকারসহ আরও কয়েকজনকে আটক করে। তারপর থেকে তুফান সরকার কারাগারে আছেন।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ তুফান সরকার বগুড়া হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর