Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারপরও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১২:০১ | আপডেট: ২ জুন ২০২১ ১৪:০৫

ঠাকুরগাঁও: জেলায় বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এরমধ্যেও ভারত থেকে চোরাই পথে আসছে গরু। এতে ভারতীয় ভেরিয়েন্টের করোনাভাইরাস পুরো জেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে অবৈধপথে গরু আনতে। প্রতিদিনই রাতের আঁধারে ভারতীয় গরু ঢুকছে এমন অভিযোগ সীমান্তবাসীর। এসব ভারতীয় গরু পৌঁছে যাচ্ছে উপজেলার লাহিড়ী বাজার হাট, নেকমরদ হাটসহ বিভিন্ন হাট বাজারগুলোতে। দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ীরা এসে ভারতীয় গরু কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের বিস্তার রোধে সীমান্তগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে দাবি বিজিবির। জেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে এখনো সীমান্ত দিয়ে গরু প্রবেশ বন্ধ হচ্ছে না।

সীমান্তে বসবাসরত একাধিক ব্যক্তি জানান, গরু আসার কারণে করোনাভাইরাস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়বে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম (পিএসসি) বলেন, সীমান্তে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেজন্য সকলকে সজাক থাকার আহ্বান জানানো হয়েছে। কারো চোখে অনুপ্রবেশকারী পড়লে অবগত করার জন্য সীমান্তবাসীকে অনুরোধ জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে সকলকে সচেতন থাকতে হবে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ করার বিষয়ে সকল রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গাফিলতি পরিলক্ষিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি ও ইউএনও’র সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ ঠাকুরগাঁও ভারতীয় গরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর