Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ২৩:০৬

প্রতীকী ছবি

ভোলা: দৌলতখান উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদ হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাত ৯টার দিকে ভোলা-দৌলতখান সড়কের মৃদ্দারহাট এলাকার রহমান বেপারীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাশেদ উপজেলার চর খলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. নুর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. রাশেদ রাতে বাংলাবাজার থেকে মোটরসাইকেলে চড়ে দৌলতখান তার নিজ বাড়িতে ফিরছিল। এসময় দৌলতখানের মৃদ্দারহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী মা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি মো. বজলার রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সারাবাংলা/এসএসএ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর