Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের ২০তম এজিএমে ১৭.৫০% লভ্যাংশ অনুমোদন

সারাবাংলা ডেস্ক
১ জুন ২০২১ ২০:২৯ | আপডেট: ১ জুন ২০২১ ২০:৩৪

সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া সভায় সভাপতিত্ব করেন।

গণমাধ্যমে পাঠানো যমুনা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই সাধারণ সভায় ২০২০ সালের শেয়ারধারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

সাধারণ সভায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, রিস্ক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল কবির খান অংশ নেন।

এছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানি সচিব এম এ রউফ এবং স্বতন্ত্র স্ক্রুটিনাইজার ও বহিঃনিরীক্ষক কোম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল এই বার্ষিক সাধারণ সভায় অংশ নেন।

সারাবাংলা/টিআর

২০তম এজিএম গাজী গোলাম আশরিয়া পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভা যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর