Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ১৭:৩৭

বরিশাল: ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও ক‌লেজছাত্র সজল হাওলাদারকে গু‌লি ক‌রে হত্যার ৫ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হো‌সেনকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল পু‌লিশ ব্যুরো অব ইন‌ভে‌স্টি‌গেশন (পি‌বিআই)। মঙ্গলবার (১ জুন) ভো‌রে প‌শ্চিম কাম‌দেবপুর এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়। পি‌বিআই ব‌রিশা‌লের পু‌লিশ সুপার মো. হুমায়ুন ক‌বির এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বিজ্ঞাপন

গ্রেফতার আফজাল হো‌সেন ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলা‌দা‌রের ছে‌লে।

জানা গেছে, নির্বাচনি দ্বন্দ্বের জের ধ‌রে ২০১৬ সা‌লের ৩ জুলাই প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার র‌ফিকুল ইসলাম ওর‌ফে তুজাহার আলীর ছে‌লে মো. সজল‌কে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পা‌সে গু‌লি ক‌রে হত্যা ক‌রে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করা হ‌লে পু‌লিশ তদন্ত ক‌রে। ত‌বে তদ‌ন্তে মোল্লারহাট ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান ক‌বির হো‌সেনের বিষয়টি এ‌ড়িয়ে গে‌লে বাদীপক্ষ অস‌ন্তোষ প্রকাশ করে। পরে আদালত মামলা‌টি পি‌বিআইকে তদ‌ন্তের নি‌র্দেশ দেয়। ‌

এদিকে ২০১৯ সা‌লের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এসএসএ

বরিশাল হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর