৯ মে’র পর একদিনে সর্বোচ্চ মৃত্যু, ৬ মে’র পর সর্বোচ্চ সংক্রমণ
১ জুন ২০২১ ১৬:০৩ | আপডেট: ১ জুন ২০২১ ১৮:০৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, গত ৯ মে একদিনে ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এরপর একদিনে এত বেশি মানুষ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।
একই সময়ে নতুন এক হাজার ৭৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত ২৬ দিনের মধ্যে এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত ৬ মে একদিনে ১ হাজার ৮২২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর গত ২৬ দিনে একদিনে এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমণ মোট ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হলো। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।
মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে কোভিড সংক্রমণের গত ২৪ ঘণ্টার পরিস্থিতি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।
এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৫৩৬টি। সংগৃহীত নমুনার মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১৮ হাজার ২৫০টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৭৬৫টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৮ লাখ দুই হাজার ৩০৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।
গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৭৯ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ।
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৪১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং তিন জনের মৃত্যু হয়েছে বাসায়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৬৬০ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত এই ৪১ জনের মধ্যে ২৬ জন পুরুষ, ১৫ জন নারী। এদের মধ্যে ২৪ জন ষাটোর্ধ্ব, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ১০ বছরের কম বয়সী একজন করোনায় মারা গেছেন।
মৃত ৪১ জনের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে তিন জন এবং বরিশাল বিভাগে দুইজন রয়েছেন।
সারাবাংলা/এসএসএ/টিআর
করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর