ঢাকা-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
৩১ মে ২০২১ ২২:৫৬ | আপডেট: ৩১ মে ২০২১ ২৩:০৬
ঢাকা: আগামী বৃহস্পতিবার (৩ জুন) থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৩১ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীদের টিকিটের বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন্য বিমানের যেকোনো সেলস অফিস বা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানান তিনি।
বিমান জানিয়েছে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বিমানের ওয়ান-ওয়ে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে চার হাজার ১০০ টাকা।
এর আগে, দেশে মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বেশকিছু বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের আওতায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের নির্দেশনায় থাকায় ওই সময় থেকেই চালু ছিল দেশের অভ্যন্তরীণ সব বিমান ফ্লাইট। পরে ২২ এপ্রিল থেকে এসব ফ্লাইট চালু করা হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়।
সারাবাংলা/এসজে/টিআর
ঢাকা-কক্সবাজার ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স