Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটা: চট্টগ্রামে ‘ভূমিদস্যু’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ২১:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিলন হোসেন নামে ওই ব্যক্তি একজন ভূমিদস্যু।

রোববার (৩০ মে) গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার মিলন হোসেনের (৩৫) বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। তবে দীর্ঘদিন ধরে বসবাস করেন চট্টগ্রাম নগরীর আরেফিন নগর এলাকায়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, নগরীর আরেফিন নগরে জোহরা একাডেমি স্কুল সংলগ্ন পাহাড় কেটে সমতল করে প্লট আকারে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন মিলন। রাত দেড়টার দিকে পাহাড় কাটার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও মিলনকে ধরে ফেলে পুলিশ।

মিলনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে আরও মামলা আছে। এছাড়া তিনি মাদক আইনে মামলারও আসামি বলে ওসি কামরুজ্জামান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

পাহাড় কাটা ভূমিদস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর