Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ নামে কার্ড ইস্যু করে বিদেশে অর্থ পাঠাতে পারবে ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ২০:০৫

ঢাকা: অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। ইস্যুকৃত কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, ভর্তি ফি, সদস্য ফি, শিক্ষা-চিকিৎসা ব্যয়, ভিসা ও প্রশিক্ষণ ফি সহজেই বিদেশে পাঠাতে পারবে এসব ব্যাংক।

সোমবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলার জারির ফলে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা আরও সহজ হলো।

বিজ্ঞাপন

জানা গেছে, বিদ্যমান ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংক সুইফট ম্যাসেজের মাধ্যমে বৈদেশিক লেনদেন করে। এছাড়াও এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রবাসী আয় দেশে আসে। তবে এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। ইস্যুকৃত কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের বেশকয়েকটি খাতে ব্যয়ের অর্থ সহজে বিদেশে পাঠাতে পারবে।

সারবাংলা/জিএস/পিটিএম

নিজ নামে কার্ড ইস্যু বিদেশে অর্থ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর