Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার ইটভাটায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৯:১৬ | আপডেট: ৩১ মে ২০২১ ১৯:২৯

প্রতীকী ছবি

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক মারা গেছেন। মৃত ওই শ্রমিকের নাম পিন্টু মিয়া (২৮)। সোমবার (৩১ মে) দুপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত পিন্টু মিয়া জেলার উপজেলার আটবাড়িয়া গ্রামে বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলার দুরুলিয়া এলাকার এনএমবি নামে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, সোমাবার দুপুরে ওই ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় পিন্টু মিয়া আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আজ (সোমাবর) দুপুরে শাজাহানপুর উপজেলার দুরুলিয়ার একটি ইটভাটায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে পিন্টু মিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন। পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সারাবাংলা/এনএস

ইটভাটা শ্রমিকের মৃত্যু বগুড়া বজ্রপাত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর