Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তের ৭ জেলায় শিগগিরই লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৮:০৩ | আপডেট: ৩১ মে ২০২১ ২০:২০

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তি দেখা যাচ্ছে সেসব এলাকায় ‘লকডাউন’র পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া সীমান্তের সাত জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় শিগগিরই সেসব এলাকায় লকডাউন দেওয়া হবে। সোমবার (৩১ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের সীমান্ত এলাকার জেলাগুলোতে মৃত্যু এবং আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্য করোনাভাইরাস সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ মতে, সীমান্তের সাত জেলায় দ্রুতই সর্বাত্মক লকডাউন দেওয়া হবে। এছাড়া যেসব জেলায় কোভিড-১৯ সংক্রমন বাড়তি রয়েছে, সেসব এলাকায় লকডাউন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি চীনের ভ্যাকসিন নিয়েও কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চীনের ভ্যাকসিন আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক লাখ শিক্ষার্থী রয়েছেন। তাদের ভ্যাকসিনেশন কঠিন কোনো বিষয় না। ভ্যাকসিন নিয়ম মাফিক সিরিয়ালওয়াইজ দেওয়া হবে। যারা নিবন্ধন করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।’

নিবন্ধন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত হলেই আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ভ্যাকসিন দেশে আসামাত্রই আবারও নিবন্ধন শুরু হবে। ফাইজারের ভ্যাকসিন নিবন্ধনকৃতদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

জুন-জুলাই-আগস্ট প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে চীনের ভ্যাকসিন আসবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘চীনের মতোই রাশিয়ার কাছ থেকে একই পরিমাণ ভ্যাকসিন আসবে। রাশিয়ার কাছে প্রস্তাবনা গেছে, শিগগিরই চুক্তি হবে।’

ভারতের কাছে পাওনা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার চেষ্টা এখনও অব্যহত আছে জানিয়ে তিনি বলেন, ‘৫ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

লকডাউন সীমান্তের ৭ জেলা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর