Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারে ভেসে আসা দুই হরিণ শাবক অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৭:৪৫

ভোলা: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারে ভেসে আসা দুই হরিণ শাবক অবমুক্ত করেছে ভোলা বনবিভাগ। সোমবার (৩১ মে) সকালে ভোলার মনপুরা উপজেলার চর নিজাম এলাকার কেওড়া বনে হরিণ দুটিকে অবমুক্ত করা হয়।

কালকিনি বিট কর্মকর্তা এস.এম আমির হামজা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীর পানি বেড়ে জোয়ারে প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বন। এতে গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে ৫ মাস বয়সী একটি পুরুষ ও ৮ মাস বয়সী একটি মায়া হরিণ। অনেকক্ষণ পানিতে থাকায় হরিণ শাবক দুইটি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় কেওড়া বনে আমাদের টহলরত কর্মীরা শাবক দুইটি উদ্ধার করে অফিসে নিয়ে আসে। পরে আমরা হরিণ দুইটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চর নিজামের কেওড়া বনে জোয়ারের পানি না কমায় এবং বৈরি আবওহায়া থাকায় আমরা হরিণ দুইটিকে বিলম্ব করে অবমুক্ত করেছি। জোয়ারের পানি কমে যাওয়ায় এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকালে কালকিনি চরের (চর নিজাম) কেওড়া বনে অবমুক্ত করা হয়।

সারাবাংলা/এসএসএ

দুই হরিণ শাবক অবমুক্ত ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর