Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গল ও বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৭:২৬ | আপডেট: ৩১ মে ২০২১ ১৭:৩০

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরা বায়তুল মাসুর জামে মসজিদ গলি এলাকার গ্যাস পাইপলাইন কাজে ট্রায়াল শাট ডাউনের জন্য মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টা থেকে বেলা ২ টা পর্যন্ত দুই ঘণ্টা আশাপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টাই-ইন কার্যক্রমের জন্য মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩১ মে) তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউ বাজার, আল মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/এসএসএ

গাস গ্যাস সরবরাহ বন্ধ রাজধানী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর