Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার, শরীরে অস্ত্রের আঘাত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৬:২১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কলাবাগানে বাসা থেকে সাবিরা রহমান (৪৭) নামে এক নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

রোববার (৩১ মে) দুপুরে কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, কলাবাগান প্রথম লেন ৫০/১ নম্বর বাসার তৃতীয় তলা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে আছে। জানতে পেরেছি নিহত চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন।

নিহতের স্বামী শামছুর রহমান এক ছেলে, এক মেয়ে নিয়ে শান্তিনগরে থাকেন। নিহত নারী কলাবাগানের বাসায় একাই থাকতেন।

এসআই আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন কাজ করছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এসএসআর/এমও

কলাবাগান টপ নিউজ নারী চিকিৎসক মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর