Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৬:০৪

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় রাফি (১৫) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রোববার (৩০ মে) রাত ৯টার দিকে উপজেলায় দুর্গানগর ইউনিয়নে রাজমান গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাফি রাজমান গ্রামের শাহ আলীর ছেলে।

উল্লাপড়া মডেল থানার উপ-পরিদর্শক আজাদ জানান, লকাউনে স্কুল বন্ধ থাকায় প্রতিদিন মোবাইলে গেম খেলতো রাফি। বারবার বাবা-মা তাকে নিষেধ করলেও সে তা মানতো না। রোববার রাতে আবার মোবাইল গেম খেলতে বসলে তাকে নিষেধ করা হয়। এতেই বাবা-মার উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রাফি।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বাবা-মার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

মোবাইল গেম স্কুলছাত্র স্কুলছাত্রের আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর