‘দেশে ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে’
১২ ডিসেম্বর ২০১৭ ১৮:২৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৩
স্টাফ করেসপন্ডেন্ট
বর্তমানে বাংলাদেশে ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের এক অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ কথা জানান। দেশে প্রথমবারের মতো বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে পালন হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি)হল অফ ফেইমে ‘সবার জন্যে নিরাপদ ইন্টারনেট’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে ইয়াং বাংলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে যা পদক্ষেপ গ্রহণ করেছেন, গত কোন আমলে কোন সরকার তা করতে পারেনি। বাংলাদেশের তরুণদের এখন আর চাকুরি খুঁজতে হয়না, তরুণরা ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যেমন স্বপ্ন দেখান, ঠিক তেমনই স্বপ্ন পূরণ করেন জনগণের সেবা করবার জন্য। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আগে মানুষ বসতী স্থাপন করতো নদী তীরে,বর্তমানে মানুষ বসতি স্থাপন করে ইন্টারনেট,ওয়াইফাই এবং ব্রডব্যান্ড রয়েছে সেখানে।’
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘আইসিটি সেক্টরে আমরা জিরো ছিলাম, কিন্তু এখনো হিরো হতে পারিনি তবে হতে বেশি সময় লাগবেনা। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে আইসিটি মন্ত্রণালয় ২০২১ সালের মধ্যে দেশকে পুরোপুরি ডিজিটাল করতে পারব।’
আইসিটি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককের হাতে পুরস্কার তুলে দেন । এসময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘মুক্তি ক্যাম্প’ নামক একটি ভিডিও গেইম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে জীবনের বিভিন্ন সময়ের মিডিয়ায় দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এছাড়া ১০ মিনিট স্কুলের উদ্যোক্তা ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ আইমান সাদিক সাইবার স্পেসে নিরাপদ থাকার জন্য সবাইকে বিশেষ কিছু দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।
সারাবাংলা/এসও/টিএম/জেডএফ