Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে নিজ ঘরে মাদ্রাসাছাত্র খুন, মা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৩:০৯ | আপডেট: ৩১ মে ২০২১ ১৫:২৯

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে নিজ ঘরে খুন হয়েছে নাজমুল সাকিব নাবিল (২০) নামে এক মাদ্রাসা ছাত্র। রোববার রাত আটটার দিকে রক্তাক্ত অবস্থায় নাবিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাবিল ডেমরার গলাকাটা এলাকায় দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা ছগির আহমেদ ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় কর্মরত। তিনি জানান, রোববার সকাল আটটায় তিনি ব্যাংকে তার কর্মস্থলে যান। রাত আটটায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে তার কাছে থাকা দ্বিতীয় চাবি দিয়ে তালা খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় তার ছেলে আর্তনাদ করছে। তার বুকে পেটে মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন। এ সময় স্ত্রী নাছরিন বেগমকে (৪০) বাসায় পাননি। দ্রুত ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত দুইটার দিকে নাবিল মারা যায়।

তিনি আরও জানান, তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝে তার স্মৃতিশক্তি লোপ পায়। ধারনা করা হচ্ছে, তার স্ত্রী ছেলেকে খুন করে কোথাও চলে গেছে।

ছগির আহমেদের গ্রামের সোনারগাঁওয়ের পৈতারগাঁও এলাকায়। সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লায় বাড়ি কিনে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন।

তিনি আরও জানান, চলতি বছরের ৯ জানুয়ারি নাবিলকে পারিবারিকভাবে বিয়ে করান আত্মীয়ের মধ্যে। ঈদের তিনদিন পর নাবিলের স্ত্রী ইমা (১৮) বাপের বাড়ি বেড়াতে গিয়ে সেখানেই ছিল। খবর পেয়ে সে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যায়।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নাবিলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এএম

ছুরিকাঘাত টপ নিউজ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর