Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

সারাবাংলা ডেস্ক
৩১ মে ২০২১ ১২:৫৪ | আপডেট: ৩১ মে ২০২১ ১৪:৩৭

ঢাকা: বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার যাত্রীদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।

ভারতের শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটির বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তিন দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

এপ্রিলের শেষ দিকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রীদেরও নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়। সেই কড়াকড়ির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু রোববার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার দফতর থেকে এক বিবৃতিতে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

ভারতে গত তিন মাসে সংক্রমণের ব্যাপক বিস্তারের জন্য করোনাভাইরাসের নতুন ওই ধরনটিকে অনেকাংশে দায়ী করা হচ্ছে।

করোনাভাইরাসের এ ধরনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি ‘সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ধরনটি।

এরইমধ্যে অন্তত চার ডজন দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক এ ধরনটি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে চিহ্নিত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে।

এদিকে ১৮ মে থেকে ইতালিতে চলাফেরায় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। অন্যদিকে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যেতে হোম কোরারেন্টাইনের যে নিয়ম ছিল, আগামী ৩ জুন থেকে তা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সারাবাংলা/একে

ইতালি করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর