Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালী বাস টার্মিনাল থেকে কাটা হাত-পা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১২:৪০ | আপডেট: ৩১ মে ২০২১ ১৩:৪৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের সামনে একটি ট্রাভেলব্যাগের ভেতর থেকে কাটা দুই হাত ও দুই পা উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই বিচ্ছিন্ন হাত-পা মহাখালীর আমতলী থেকে উদ্ধারকৃত মরদেহের।

রোববার (৩০ মে) দিবাগত রাতেই উদ্ধার করা হাত-পা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এখনো মরদেহের মাথার সন্ধান মেলেনি।

এ ব্যাপারে মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ কাটা হাত-পা উদ্ধার করেছে। যাত্রী বেশে কেউ ব্যাগে ভরে হাত-পা গুলো বাস কাউন্টারের সামনে ফেলে গেছে। থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, রোববার রাত ৯টার দিকে মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে, মৃতদেহের সঙ্গে মাথা পাওয়া যায়নি। এছাড়া দুই হাত দুই পা কাটা ছিল, সেগুলোও সে সময় পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/একেএম

কাটা হাত-পা উদ্ধার টপ নিউজ পুলিশ মহাখালী বাস টার্মিনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর