স্ত্রীর ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে কাভার্ডভ্যান চাপায় নিহত
৩১ মে ২০২১ ০৯:৩৬ | আপডেট: ৩১ মে ২০২১ ১৩:৪০
নারায়ণগঞ্জ: ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে স্ত্রীর ধাক্কায় সড়কে পরে কাভার্ডভ্যানের চাপায় স্বামী নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ও তার স্ত্রীর পরিচয় জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাসেল নামে এক চালকের অটোরিকশা দিয়ে শিবুমার্কেট থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন যাত্রী সাইনবোর্ডের দিকে রওনা করেন। পথিমধ্যে দুজনের বাগবিতণ্ডা হয়। এ সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে যান স্বামী। পেছন থেকে আসা দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর স্ত্রী দ্রুত পালিয়ে যায়। কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এএম