Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিপিএস’র ভবন নির্মাণ প্রকল্পে ২০ জনের বিদেশ সফরের আয়োজন!

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ২২:১৪

ঢাকা: কোভিড-১৯ মহামারিতে যখন চারদিকে অর্থ সাশ্রয়ের চেষ্টা সরকারের, তখন স্বাস্থ্যের এক প্রকল্পে বিদেশ সফরে যাবেন ২০ কর্মকর্তা। বৈদেশিক শিক্ষা সফরের নামে এ ভ্রমণে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা, যা মোট প্রকল্প ব্যয়ের শূন্য দশমিক ৪৫ শতাংশ। এক্ষেত্রে প্রত্যেক কর্মকর্তার পেছন খরচ হবে পাঁচ লাখ টাকা করে। ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’র আধুনিকায়ন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পে এ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে মোট ২১৫ কোটি ৪৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- ১৫০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম ও তিনটি বেজমেন্টসহ ১২তলা বহুমুখী ভবন নির্মাণ, বিদ্যমান দুটি ভবনের (ব্লক-বি, ব্লক-সি) কক্ষের নবরূপায়নসহ অন্যান্য অবকাঠামো মেরামত ও সংস্কার, বিসিপিএসএ নতুন একটি আধুনিক মুদ্রণ ও প্রকাশনা ইউনিট এবং অত্যাধুনিক মেডিকেল  মিউজিয়াম স্থাপন এবং আইটি ল্যাবের আধুনিকায়ন ও সম্প্রসারণ। এছাড়া বিসিপিএসের রির্সাস, ট্রেনিং অ্যান্ড মনিটরিং ডির্পান্টমেন্টের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি ও আসবাবপত্র সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এর আগে সারাবাংলাকে বলেছিলেন, ‘উন্নয়ন প্রকল্পের আওতায় বিদেশ সফর যেন একটি প্রথা হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি। কেননা করোনার আগের পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি এক নয়। পরিকল্পনা কমিশনের উচিত ছিল একনেকে উপস্থাপনের সুপারিশ করার আগে আরেকবার ব্যয় প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করা। সেটি না করে বিদেশ সফরের প্রস্তাব প্রশ্ন সৃষ্টি করতে পারে।’

পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে জানান, প্রকল্পটির প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ থেকে একনেকে উপস্থাপনের সুপারিশ দিয়ে ইতোমধ্যেই প্রকল্প প্রস্তাবটি পাঠানো হয়েছে একনেক অনুবিভাগে।

স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭২ সালের ৬ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রতিষ্ঠা করেন। যুক্তরাজ্যের রয়েল কলেজগুলোর আদলে প্রতিষ্ঠিত বাংলাদেশ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিষ্ঠানটি ঢাকা শহরের মহাখালীতে অবস্থিত একটি স্লাতকোত্তর চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এফসিপিএস, এমসিপিএস ডিগ্রি দেওয়া, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ব্যবহারিক ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতার বিকাশের জন্য নিয়মিত কর্মশালা এবং সেমিনার আয়োজন করে থাকে।

বাংলাদেশ বিশেষজ্ঞ চিকিৎসা চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিসিপিএস বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির একমাত্র সরকারি প্রতিষ্ঠান হলেও এর বর্তমান অবকাঠামো এবং অন্যান্য সুবিধাদি নিতান্তই অপ্রতুল। বিসিপিএসের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা মেটানোর জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন এবং সম্প্রসারণ’ প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে মোট ২১৫ কোটি ৪৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে চলতি বছরের জানুয়ারি হতে ২০২৪ সালের জুন পর্যন্ত জন্য বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- ২ লাখ ৫৯ হাজার ৮৭৫ বর্গফুট নির্মাণ কাজ, এক হাজার ১৮৫টি মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ, ১ হাজার ৯৪০টি কম্পিউটার ও সামগ্রী ক্রয়, ৫০৫টি আসবাবপত্র ক্রয়, ২৮১টি  অফিস সরঞ্জাম সরবরাহ, একটি জিপ, একটি মাইক্রোবাস ও দুটি কার ক্রয়, আটটি অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি এবং অটোমেশন সফটওয়্যারসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়।

এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেন, ‘বিসিপিএসের বিদ্যমান অবকাঠামো ও অন্যান্য সুবিধাদির সম্প্রসারণ করে এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ বিশেষজ্ঞ চিকিৎসকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রকল্পটি অনুমোদন করা যেতে পারে।’

গত ৩১ জানুয়ারি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন সম্মানী ভাতা ও সম্মানী খাত দুটি প্রস্তাবের যৌক্তিকতা ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংযোজন করতে হবে। এছাড়া স্ট্যাম্প, সিল ও স্টেশনারি এবং অন্যান্য স্টেশনানি খাত দুটি পৃথকভাবে প্রস্তাব না করে এই খাতগুলো বরাদ্দ করে অর্থ একটি মাত্র খাতের আওতায় প্রস্তাব করতে হবে।

এছাড়া আসবাবপত্রের আওতায় প্রস্তাবিত রেকর্ড কিপিং রুম ফার্নিচার আইসোলেটেড কিউবিকলস ভোল্ট ও স্ট্রং রুম সেটআপ বারকোড ডোর, ইন্ডাস্ট্রিয়াল র‌্যাক এবং সেই খাতগুলোর ব্যয় বাজার দর সাপেক্ষে যৌক্তিকভাবে হ্রাস করে ডিপিপিতে প্রস্তাব করতে হবে। এর বাইরে মেরামত কাজের প্রাক্কলনে প্রস্তাবিত আসবাবপত্রে প্রয়োজনীয়তা ও যৌত্তিকতা সাপেক্ষে নির্ধারণ করে মেরামত কাজের পরিবর্তে প্রকল্পের আসবাবপত্র খাতের আওতায় দেখাতে হবে।

আইটি অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং এবং কম্পিউটার একসেসরিজ খাতগুলোর আওতায় প্রস্তাবিত কালার ইংকজেট প্রিন্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেজার প্রিন্টার, মাল্টিফাংশন ইংক প্রিন্টার, অল ইন ওয়ান পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, কালার প্রিন্টার, লেজার প্রিন্টার, ফটোকপিয়ার, ফুল এইচডি ভিডিও কনফারেন্সিং মনিটর, ভিডিও কনফারেন্স সিস্টেম, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ট্রাইপড প্রজেক্টর স্ত্রিন, ওয়াল মাউন্ট প্রজেক্টর স্ত্রিন, ওয়্যারলেস প্রেজেন্টার, ডিএসএলআর ক্যামেরা, প্রফেশনাল ভিডিও ক্যামেরা, ক্রামেরা লেন্স, ভিডিও ক্যামেরা, ক্যামেরা একসেসরিজ এবং হেডফোন অংশগুলো দ্বৈততা পরিহার করে এই অংশগুলোর পরিমাণ ও ব্যয় বাস্তবতার নিরিখে যৌক্তিকভাবে কমাতে হবে।

এছাড়া সমন্বিতভাবে ডিপিপিতে প্রস্তাব করতে হবে। আর সাউন্ডপ্রুফ ব্রডকাস্ট স্টুডিও, অনলাইন সার্ভার, মাইক্রোসফট অফিস অ্যাপ ডেভেলপমেন্ট (বিসিপিএস) ওয়েবসাইট ডেভেলপমেন্ট (জার্নাল) এবং অনলাইন সার্ভার খাতগুলোর ব্যয়ও যৌক্তিকভাবে কমাতে হবে। এসব সিদ্ধান্ত মেনেই প্রকল্প সংশ্লিষ্টরা ডিপিপি সংশোধন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। তবে বিদেশ সফরের বিষয়ে পিইসি সভায় কোনো ধরনের পর্যালোচনা হয়নি বলে জানা গেছে।

সারাবাংলা/জেজে/পিটিএম

২০ জন বিদেশ সফর বিসিপিএস ভবন নির্মাণ প্রকল্প

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর