বিএসআরএম’র ‘অত্যাচারের’ প্রতিবাদে রাস্তায় এমপি মোশাররফ
৩০ মে ২০২১ ২১:৫৬ | আপডেট: ৩০ মে ২০২১ ২২:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে এমন অভিযোগ করে তার প্রতিবাদে রাস্তায় নেমেছেন প্রবীণ রাজনীতিক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি এক বছরের মধ্যে মীরসরাইয়ের বিদ্যমান স্থান থেকে কারখানা সরিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে নিয়ে যাওয়ার জন্য বিএসআরএমকে আলটিমেটাম দিয়েছেন।
রোববার (৩০ মে) দুপুরে মীরসরাইয়ের জোরারগঞ্জে বিএসআরএম কারখানার সামনে নিজ এলাকার জনসাধারণকে নিয়ে অবস্থান নেন মোশাররফ।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) বিরুদ্ধে অভিযোগ, কারখানার জন্য গভীর নলকূপ বসিয়ে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে এলাকার মানুষ পানি পাচ্ছে না।
এর প্রতিবাদে কারখানার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মোশাররফ হোসেন বলেন, ‘বিএসআরএম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখানে এসে ধীরে ধীরে পাহাড় দখল করে বিশাল কারখানা গড়ে তুলেছে। এই এলাকায় যত বন ছিল তা বন কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে দখল করেছে বিএসআরএম। এছাড়া পাহাড়ি অনেকগুলো ছড়া বন্ধ করে দিয়েছে। এখন তারা ভূগর্ভস্থ পানি পর্যন্ত ডিপ বসিয়ে দখল করে নিয়েছে। মীরসরাই কৃষিপ্রধান এলাকা। পানির অভাবে চাষাবাদ হচ্ছে না। মানুষ খাওয়ার পানিও পাচ্ছে না। ’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ বলেন, ‘শিল্প কারখানা আমাদের প্রয়োজন আছে। কিন্তু তারা কারখানা স্থাপনের আগে বলেছিল- ফেনী নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহার করবে। কিন্তু সেটা না করে ১০-১২টি গভীর নলকূপ বসিয়ে তারা কাজ চালাচ্ছে। গভীর নলকূপ বসানোর কারণে এলাকার মানুষ পানি পাচ্ছে না। সব শুকিয়ে গেছে। ’
বিএসআরএমকে আলটিমেটাম দিয়ে প্রবীণ এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর করেছেন। বিএসআরএমকে বলব, আপনারা এখান থেকে কারখানা সরিয়ে শিল্পনগরে নিয়ে যান। দুই মাস সময় দিলাম, ফেনী নদী থেকে পানি এনে কারখানা চালান। না হলে আপনাদের কারখানায় কোনো কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না। এক বছরের মধ্যে কারখানা সরিয়ে নিন। না হলে এখানে উৎপাদন বন্ধ করতে বাধ্য করা হবে। ’
সমাবেশে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এসএসএ