Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব তপন কান্তি ঘোষ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ২০:০৮

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর উদ্দিনের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরজনিত ছুটি দেওয়া হয়েছে।

রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ আদেশে জারি করা হয়। এতে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

এদিকে অপর এক আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম মুহের রেজিস্টার পদে দায়িত্ব পালনকারী সরকারের অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

নতুন সচিব বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর