Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আফজালের বিরুদ্ধে আইসিটি মামলা প্রত্যাহার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৯:২২

ঢাকা: সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও মামলার বাদী নাজির আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ মে) সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে এলআরএফের সভাপতি মাশহুদুল হক বলেন, ‘অবিলম্বে এলআরএফের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার করা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় তিনি নোয়াখালীর দুর্নীতিবাজ নাজির আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিক আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেছেন। এখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য প্রচারিত হয়নি৷ এমন একটি প্রতিবেদন নিয়ে এভাবে হয়রানিমূলকভাবে একের পর এক মামলা করা উদ্বেগজনক। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যমের নীতির চূড়ান্ত অবমাননা।

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই আইন বাতিলেরও দাবি জানান।

এলআরএফের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, হাসান জাবেদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক প্রমুখ।

বিজ্ঞাপন

ডিআরইউ,র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, নাজমুল আহসান রাজু, মনিরুজ্জামান মিশনসহ এ সময় আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নোয়াখালী আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একই ব্যক্তি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করেন।

আফজাল হোসেনসহ সময় টিভির তিন সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ মানববন্ধন সাংবাদিক আফজাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর