Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক উন্নয়ন কাজে ধীরগতি, বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্টসহ নানা রোগ

গোপাল মোহন্ত, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৮:১০ | আপডেট: ৩০ মে ২০২১ ১৮:১৩

গাইবান্ধা: জেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ ধীরগতিতে চলায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। সড়কের দুরবস্থা হলেও বায়ু দূষণ বন্ধে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। ইটের গুড়া আর বালু মিশ্রিত ধুলায় মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এতে করে অ্যাজমা জনিত শ্বাসকষ্টসহ মানুষের নানা জটিল রোগের প্রকোপ বাড়ছে।

মাঝে মাঝে বন্ধ রেখে ধীরগতিতে কাজ চলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট ভায়া দিনাজপুর আঞ্চলিক সড়কের। এতে খোয়া-বালুর রোলার করা সড়কটির দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় বাস ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচলে ব্যাপক ধুলার সৃষ্টি হয়েছে। চৈত্র বৈশাখের প্রখর রোদে ভারী যানবাহন চলাচলে সর্বক্ষণিক ধুলা-বালু ওড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। কাজের মেয়াদ শেষ হওয়া একই অবস্থা এলজিইডি’র গোবিন্দগঞ্জের কামদিয়া-এনায়েতপুর এবং মহাসড়কের জুম্মারঘর-নাকাইহাট সড়কসহ বেশ কয়েকটি সড়কের। কর্তৃপক্ষ দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন তা বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী এলাকার জয়নুল মিয়া বলেন, এ সড়কে চলাচলকারী মানুষদের দুর্ভোগের শেষ নেই। সড়কে ধুলোবালি উড়লেও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সড়কে পর্যান্ত পানি দিয়ে ভেজানোর নিয়ম থাকলেও তা না করায় জনগণের এই দুর্ভোগ বেড়েছে।

সড়কের পাশের বোগদহ কলোনীর বাসিন্দা তারা মিয়া বলেন, এ সড়কে যানবাহনের চাকার সঙ্গে ওড়া ইট-বালু মিশ্রিত ধুলায় তাদের গা ভরে যাচ্ছে, চোখ, নাকে মুখে ধুলা ঢুকে তারা রোগে আক্রান্ত হচ্ছেন। রাস্তার পাশের বাড়ি-ঘর, দোকান ও গাছপালা মুহূর্তেই ধুলার আস্তরণে ঢেকে যাচ্ছে।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিদুল ইসলাম বলেন, ইট-বালু মিশ্রিত ধুলা শ্বাস-প্রসাসের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে গিয়ে অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা জটিল কঠিন রোগে আক্রান্ত হতে পারে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ ধরনের রোগীদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এদিকে উন্নয়ন কাজ চলাকালে সড়কগুলোতে পর্যাপ্ত পানি ব্যবহার করলে দুর্ভোগ ও বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

উন্নয়ন কাজ চলায় সড়কের কিছুটা ধুলাবালু হওয়ার কথা স্বীকার করে গাইবান্ধা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ কবির বলেন, ধুলাবালু নিয়ন্ত্রণে ঠিকাদারী কর্তৃপক্ষকে সড়কে নিয়মিত পানি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএস

অ্যাজমা গাইবান্ধা টপ নিউজ বায়ু দূষণ শ্বাসকষ্ট সড়ক উন্নয়ন কাজে ধীরগতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর