সুপ্রিমকোর্টের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
৩০ মে ২০২১ ১৮:০১
ঢাকা: রাজধানীতে সুপ্রিমকোর্টের প্রধান গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। রোববার (৩০ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বেলা ৩টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় ওই নারী আহত হন। তার পরনে ছিল প্রিন্টের শাড়ি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ওই অজ্ঞাত নারী ঘটনাস্থলে প্রাইভেটকারের সামনে দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় প্রাইভেটকার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রাইভেটকারে থাকা যাত্রী হাফসা হক চালকের সহায়তায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নারী।
এসআই আরও জানান, প্রাইভেটকার জব্দ করা হয়েছে ও চালক সিদ্দিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত নারী ভবঘুরে প্রকৃতির। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ