সংসদের বরাদ্দ ৭.১২% বাড়ানোর প্রস্তাব অনুমোদন
৩০ মে ২০২১ ১৭:৫৭ | আপডেট: ৩০ মে ২০২১ ১৮:৪৩
ঢাকা: বিদায়ী অর্থবছরের বরাদ্দকৃত অর্থ খরচ করতে না পারলেও নতুন বছরে বরাদ্দ বাড়ানো হচ্ছে সংসদের জন্য। ২০২১-২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বা ৭ দশমিক ১২ শতাংশ বেশি।
রোববার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশন বৈঠকে সংসদের জন্য বরাদ্দকৃত বাজেটটি অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়া অর্থমন্ত্রী, আইনমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে পরিচালন ব্যয় খাতে ৩৩৪ কোটি ৫১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৮৩ লাখ টাকাসহ মূল বাজেটে বরাদ্দ ছিল ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকা। সংশোধিত বাজেটে সর্বমোট ৩১৩ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আর আগামী ২০২১-২০২২ অর্থবছরে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা অর্থাৎ ৭ দশমিক ১২ শতাংশ বেশি।
বরাদ্দ বাড়ানোর কারণগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে-কর্মচারীদের নিয়মিত বার্ষিক বেতন ভাতাদি ৫ শতাংশ হারে বৃদ্ধি। কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত কাজের ভাতা, উৎসব ভাতা, প্রতিনিধি ব্যয়, সেমিনার ও কনফারেন্স ভিআইপিদের কার্যালয়েসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের অধিবেশনকালীন খাবার বিল ও বিভিন্ন কমিটির বৈঠকের আপ্যায়ন ব্যয়, সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্যাটেলাইট/ ফ্রিকোয়েন্সি ভাড়া, অনুষ্ঠান উৎসবাদি নির্মাণ বিভিন্ন একাডেমিক ও ইন হাউজ প্রশিক্ষণ, আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, কম্পিউটার ও আনুষাঙ্গিক ক্রয়, স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ ও রি-এজেন্ট ক্রয়, সংসদ সদস্যদের ভ্রমণ ব্যয়, ব্যবহার্য দ্রব্যাদিসহ অন্যান্য বিভিন্ন চাহিদার কারণে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম