Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সারাবাংলা ডেস্ক
৩০ মে ২০২১ ১৫:৪৫ | আপডেট: ৩০ মে ২০২১ ১৫:৪৬

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় বৈশ্বিক মহামারি দুর্যোগ করোনা ভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জের সাবেক এমপি ও আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সদস্য সচিব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম ও ফজলে কাইয়ুম, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, রসুনিয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সারাবাংলা/এএম

ত্রাণ বিতরণ যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর